একজন সত্যিকারের পুরুষের ভালোবাসা অনেক বেশি সুন্দর

 একজন সত্যিকারের পুরুষের ভালোবাসা অনেক বেশি সুন্দর


।যে পুরুষ আপনাকে ভালোবেসে যত্ন করবে , সে আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত জানবে আপনার স্মেল কেমন ? আপনার চুলের ঘ্রান কেমন ? আপনার গালে ওই ছোট্ট ব্রণ তাকে ক'ষ্ট দিবে । আপনি পায়ে হিল জুতো পড়ে ফো'সকা পরেছে এই কারণে আপনি হাঁটতে পারছেন না সেটা ও সে লক্ষ্য করবে । 


সে হাজারো ব্যস্ত থাকলেও, আপনার ছোটখাটো ব্যাপার গুলো খোঁজ নিতে ভুলবে না রাতে ঠিকঠাক ঘুম হয়েছে কিনা, খাবার খেয়ছেন কিনা, আপনি বলার আগেই সে বুঝে ফেলবে আপনার মন খা'রাপ কিনা, আপনি বলার আগেই আপনার প্রতিটা আবদার সে বুঝে ফেলবে আপনাকে তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে ।আপনাকে নিয়ে তার ভাবনা গুলো সে শেয়ার করবে । আপনাকে নিয়ে তার বুকের বা পাশে রেখে তার প্রতিটা স্বপ্নপূরণ  করবে । 


বন্ধু - বান্ধব ও আত্নীয় স্বজন একপাশে রেখে আপনাকে প্রায়োরিটি দিবে । মানুষটা যত সে ক্লান্ত থাকুক না কেন, আপনার জন্য সে সময় বের করতে ভুলবে না। পুরুষের ভালোবাসায় অ'দ্ভুত এক নিয়ম আছে, সে নিয়মে অ'জুহাত শব্দটা থাকে না। কারন একজন প্রকৃত পুরুষের কাছে ,পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল হল তার প্রিয়তমা। যার যত্ন করতে সে কখনোই ভুল করে না!❤️🌸


ভালোবাসাটা হতে হবে একান্ত ব্যক্তিগত যেন এতে আর কেউ হস্তক্ষেপ না করতে পারে, ভালোবাসাটা এতটাই শুদ্ধ হবে যেন জোর গলায় বলা যায় আমি তোকে অনেক ভালোবাসি, আমার পাশে শুধু তোকেই চাই আমার তোকেই লাগবে ! 🤗💝

إرسال تعليق (0)
أحدث أقدم