এত গরম কেন সূর্য মামা রাগ করেছে

 কবিতার নাম : এত গরম কেন 

সূর্য মামা রাগ করেছে 

গরম দিচ্ছে তাই 

বৃষ্টি আপুর বিয়ে হয়েছে 

তাই তো তিনি নাই 

বাতাস বাবুর জ্বর হয়েছে 


ঔষধ আনতে গেছে 

মেঘেও নাকি দাওয়াত খেতে 

শশুর বাড়ি গেছে 

সূর্য মামা রাগ করো না 

ঠান্ডা হওনা এবার 

তোমার গরম সহ্য হয় না 

কষ্ট হচ্ছে সবার,,

إرسال تعليق (0)
أحدث أقدم