চা হলো প্যারাসিটামলের মতো,যেকোনো মুহূর্তেই চা খাওয়া যায়।

 চা হলো প্যারাসিটামলের মতো,যেকোনো মুহূর্তেই চা খাওয়া যায়।


ধরুন আপনার মাথা ব্যথা করছে ঐ মুহূর্তে আপনার চা খেতে মন চাইবে।সকালে নাস্তার পর এক কাপ চা না হলে নাস্তাটাই পরিপূর্ণ হয় না। দুপুরে আড্ডায় চা, বিকেলে ঘুম থেকে উঠের পর কড়া লিকারের এক কাপ চা না খেলে যেন শরীরটা রিফ্রেশ লাগে না,এরপর সন্ধ্যায় নাস্তার সাথে কিংবা মুভি, সিরিয়াল দেখতে দেখতে চা ছাড়া জমে না,রাতে ঘুমাতে লেইট হলে অনেকেই চা নিয়ে বসেন।এরপর প্রিয় মানুষের সাথে চা ডেইটে যাওয়ার কথা নাই বা বললাম।সর্বোপরি চা যেন জাতীয় ওষুধ প্যারাসিটামলের মতো জীবনের সাথে জড়িয়ে গেছে। 

জীবনের এতো এতো প্যারার মধ্যে চায়ে চুমুক দেওয়ার মতো প্রশান্তি আর হয় না।

Post a Comment (0)
Previous Post Next Post