জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,

 #জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,


 

যে তোমাকে বুঝবে, ভুল করলে বুঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো অজুহাত খুঁজবে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,

যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাড়ানোর জন্য তোমাকে ঘন্টা খানিক সময় ধরে সাজতে হবে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,

যার কাছে তুমি মোটা না চিকন, কালো না ফর্সা,লম্বা না বেটে,ধনী না গরীব বিষয় গুলো কখনো মেটারই করে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার, 

যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসেবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারো কথা ভাবনাতেও আনবে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার, 

যার কাছে নিজের কোনোকিছু কখনো লুকাতে হবে না যার কাছে তোমার অপারগতা গুলোকে অবলীলায় প্রকাশ করতে গিয়ে কখনো দ্বিতীয়বার ভাবতে হবে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার, 

যে তোমার ভালো-মন্দ সবটাকে মিলিয়েই তোমাকে ভালোবাসবে, যার কখনো তোমার ভালোটাকে ভালোবাসার আর খারাপটাকে নিয়ে কথা শোনানোর ও ঝগড়ার মানসিকতা থাকবে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,

যে মানুষটার সাথে হাজার অভাব-অনটনের মধ্যদিয়ে যাওয়ার সময়েও  'মানুষটা পাশে থাকায়' তোমার মনে স্বর্গসুখের অনুভূতি থাকবে, যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দেবে, যে মানুষটা পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,

ক'ষ্ট পেলে যার বুকে মাথা রেখে চিৎ'কার করে কা'ন্না করা যায়, যার কাছে নিজের একান্ত গো'প'ন কথাগুলোও শেয়ার করে নিজেকে হালকা করা যায়,

যে মানুষটিকে কখনোই হারিয়ে ফেলার ভ'য় থাকবে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,

যে কখনো তোমাকে মিথ্যে মা'য়া'য় বাঁধনে বাঁধবে না,

যে কখনো তোমার স্বপ্ন গুলোকে নিয়ে খেলবে না, যে কখনো তোমার অন্ধ-বিশ্বাস ভে'ঙ্গে দিবে না।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,

যে মানুষটা তোমার খোলা আকাশ হবে, দখিনের হাওয়া হবে, এক সমুদ্র ভালোবাসা হবে, যার চিন্তা-চেতনা সবটা জুড়েই শুধু থাকবে তোমার আনাগোনা।


জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,

যে তোমার হাতে হাত রেখে সহসায় মোকাবিলা করবে 

জীবন নামের যু'দ্ধক্ষে'ত্র, যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকাতেই ভু'লে যাবে জীবনে আসা সমস্ত ঝড়-তুফানের চিত্র, যার কখনো কাউকেই ঠকানোর মা'নসিকতা থাকবে না, যার গোটা পৃথিবীরটাই হবে তোমার একমাত্র ঠিকানা;

Post a Comment (0)
Previous Post Next Post