No title


 বিয়ের ২ বছর চলে । দুই মাসের আমাদের একটা সন্তান আছে,

আমাদের এটাই প্রথম সন্তান । সন্তান হওয়ার আগে আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসতো ,আমার কাছে সব সময় বসে গল্প করত ,আমাকে অনেক সময় দিত,, আমি ও আমার স্ত্রীকে অনেক ভালোবাসি ।  সবকিছু মিলিয়ে আমরা দুজন একে অপরকে অনেক ভালবাসতাম,, আমাদের সন্তানের বয়স তিন মাস, এই তিন মাস ধরে আমার স্ত্রী আমার কাছে খুব কম আসে ,আমার সাথে কথা খুব কম বলে ,আমাকে সময় খুব কম দেয় ।


মেইন সমস্যা,😭, সব সময় তার সন্তানকে অনেক ভালোবাসে, তাকে সময় দেয় তার সঙ্গে সময় কাটাই, আমার সন্তান যদি ঘুমিয়ে থাকে ,আমার স্ত্রী তার সাথে ঘুমিয়ে থাকে ,আমাকে একটুও সময় দেয় না । আমার স্ত্রীকে অনেক ভালো করে বোঝাই, সে বোঝে কিন্তু আগের মত আমাকে সময় দেয় না এবং আমাকে ভালোবাসে না,, আমার স্ত্রীর কাছে আমার সন্তান যেন তার পৃথিবী,,,

সমাধান চাই...।  🙏

( নাম প্রকাশে অনিচ্ছুক )

Post a Comment (0)
Previous Post Next Post