সত্যিকার অর্থে আমরা সবাই কম বেশি আবেগপ্রবণ মানুষ। অথচ জীবন আমাদের প্রতিটা সেকেন্ড‌এ


 সত্যিকার অর্থে আমরা সবাই কম বেশি আবেগপ্রবণ মানুষ। অথচ জীবন আমাদের প্রতিটা সেকেন্ড‌এ বাস্তবতার কথা জানান দেয়। তাও আমরা আবেগ‌এ ডুবে থাকি সব সময় আবেগ দিয়ে জীবনের সব কিছু বিচার বিশ্লেষণ করা হয়...!!-

ধরুন আপনাকে এই মূহুর্তে যদি প্রশ্ন করা হয় আপনি পৃথিবীর সব কিছুর বিনিময়ে কাকে বেছে নিবেন...? অবশ্যই এটা বলবেন যে আপনার প্রিয় মানুষটি,এটাই স্বাভাবিক..!!-

কিন্তু কি জানেন বাস্তবতা বলে অন্য কিছু, আপনাকে একটা বন্ধ রুমে যদি দুই দিন খাবার না দেওয়া হয় আর তখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি এই মূহুর্তে পৃথিবীর সব কিছুর বিনিময়ে কি চান...? 

আর তখন সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে একটা কথাই বের হবে সেটা হলো খাবার। তখন আপনার একবার এর জন্য‌ও প্রিয় মানুষটির কথা মনে আসবে না এটাই বাস্তবিকতা..!!-

 মুখে বলা সহজ আমি তাকে না পেলে বাঁচব না, তাকে ছাড়া আমার জীবন অচল। এই সব আবেগ থেকে বেরিয়ে আসেন, বাস্তবতার মুখোমুখি হলে বুঝা যায় এই সব আবেগ অনেক ঠুনকো...!!-

হ্যাঁ জীবন চলার পথে প্রিয় মানুষটার উপস্থিতি প্রয়োজন আছে। সে জীবন থেকে চলে গেলে কষ্ট হবে এটাই স্বাভাবিক।কিন্তু জীবন চলার পথে তাকে লাগবেই এটা আমি মানতে পারছি না...!!-

তাকে ছাড়া বাঁচতে পারবে না এটা মানা যায় না। প্রিয় মানুষ গুলো জীবন থেকে চলে সব বন্ধ করে দিলেও ক‌ই খাবারতো বন্ধ হয় না..!!-

তাহলে কেন এতো মিথ্যা মায়া মিথ্যা প্রতিশ্রুতি, তাহলে কেন এটা বলা আমি তাকে ছাড়া বাঁচতে পারব না,তারতো এটা বলা উচিত আমি খাবার ছাড়া বাঁচতে পারব না..!!-

 কথাটা শুনতে হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। জীবনে কোন কিছুই অপরিহার্য নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না। এ পৃথিবীতে এমন কেউ নেই যাকে ছাড়া বাঁচা যায় না..!!-🖤


কারো অণুপস্হিতির জন্য কারো জীবন থেমে থাকে না।বড়জোর স্মৃতিগুলো একটু তাড়না দেয় মাত্র।


স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়

Post a Comment (0)
Previous Post Next Post