আজকে আমরা নৌকায় ঘুরতে গেসিলাম। নৌকা মুলাচ্ছি, পাশ থেকে একটা ছেলে বললো ৩০০ বলো আমিও ১০০ দিব৷ তো আমরা অবাক হইলাম যে আপনি ১০০ কেন দিবেন? বললো আমিও একটু আপনাদের সাথে যাব। আমার সাথে কেউনাই। একটু অবাক হইলেও বললাম ঠিকাছে চলেন।
উঠলো, টুকটাক কথা বলে জানলাম অনার্স থার্ড ইয়ারে পড়ে। চাঁদপুরেই বাসা৷ নামার সময় সে বললো ধন্যবাদ আপনাদের, আমি এক ঘন্টা দাঁড়ায় ছিলাম কারো সাথে একটু নৌকায় ঘুরার জন্য। শেষে আপনাদের পাইলাম।
চিন্তা কইরা দেখলাম ২৩-২৪ বছরের একটা ছেলে নিতান্ত অপরিচিত তিনটা ছেলেমেয়ের সাথে নৌকায় উঠে গেলো কারন তার সাথে করে ঘুরার কেউনাই৷
একাকিত্বের গল্পে কেউ বিশ্বাস করেনা, কেউ মানতে চায়না৷ অনলাইনে হাসাহাসি হয়৷ কিন্তু এই বান্ধবহীনতা যে কি, এইটা কেউ বুঝলে আর কাউকে অপরিচিতদের সাথে নৌকায় উঠতে হতোনা!
লেখা--- ফারিয়া হোসেন