কামনা—শব্দটা খুব নিরীহ শোনায়, কিন্তু এর ভেতরে থাকে ঝড়। আগুনের মতো—নিভলে ছাই, জ্বললে দগ্ধ।

 **কামনা**


কামনা—শব্দটা খুব নিরীহ শোনায়, কিন্তু এর ভেতরে থাকে ঝড়। আগুনের মতো—নিভলে ছাই, জ্বললে দগ্ধ।


মানুষের সব চাওয়া আসলে প্রয়োজন থেকে না


, জন্ম নেয় কামনা থেকে। একটি চোখ সুন্দর দেখলে, মনে হয় ছুঁয়ে দেখি। একটি কণ্ঠস্বর ভালো লাগলে, শুনে যেতে ইচ্ছে করে সারারাত। একটা ঘ্রাণ মনে ধরলে, নাকের ভেতরে গেঁথে থাকে দিনের পর দিন।


অথচ, এসবের পেছনে কোনো যুক্তি থাকে না। যেমন হঠাৎ একদিন সন্ধ্যাবেলায়, বৃষ্টিভেজা ছাদে দাঁড়িয়ে একটা অচেনা চুলের গন্ধ পেয়ে মনে হলো—এই গন্ধটাই আমার একান্ত চাওয়া।


কামনা ঠিক তেমন—অকারণ, অথচ গভীর। খুব গভীর। এমন গভীর, যে মাঝে মাঝে মানুষ নিজের কাছেই অপরিচিত হয়ে যায়।


তবুও মানুষ বাঁচে কামনার ভেতরেই। এক কাপ ধোঁয়া ওঠা চায়ের কামনা, একটা চোখের চাহনির কামনা, একটা নির্ভরতার স্পর্শের কামনা।


সব পাওয়া যায় না। আবার সব না পেলেও চলে যায় না।


কারণ, কামনা—তা না পাওয়া হলেও, বেঁচে থাকার একটা দারুণ কারণ। একধরনের গোপন আলো।

إرسال تعليق (0)
أحدث أقدم