বুঝলে প্রিয় " মনটা একদমই ভালো যাচ্ছে না।জানিনা কি হইছে!

 "বুঝলে প্রিয় "

মনটা একদমই ভালো যাচ্ছে না।জানিনা কি হইছে!


কেনই বা এত ভালো না থাকার অভিযোগ!! কেন রাতের ঘুম পালিয়েছে শেষ রাতে,কেন দুঃস্বপ্ন আসে রোজ ট্রেন চেপে!যার শেষ গন্তব্য হয় আমার মস্তিষ্কে!!জানিনা কিছু, বুঝে উঠতে পারছি না ঠিক।হাতে অসংখ্য কাজের চাপ।কিন্তু হাত চলছে না কিছুতেই!!কত কিছু রাতে সাজিয়ে রাখি সকালে করবো বলে।কিন্তু রাতের অন্ধকারের ট্রেনে চেপে আসা দুঃস্বপ্ন সবকিছু উল্টেপাল্টে দেয়!!তাই শেষমেশ আর করা হয় না কিছু। কাজগুলো অযত্নে পড়ে থাকে।অযত্নের কথা কি আর বলবো,বলো?আয়নার সামনে দাঁড়াতে ভয় হয় ভীষণ। উজ্জ্বলতা কেমন জানি মলিন হয়ে গেছে। কপালে জমেছে দুঃশ্চিন্তার ভাঁজ।ইদানীং ওদের সংখ্যা বেড়েছে অনেক। যে আমি একসময় গর্ব করে বলতাম,আমার চোখের নিচে কখনো কালো দাগ পড়েনি।সেই আমার চোখের দিকে আমি এখন তাকাতে পারিনা।তুমি বিশ্বাস কর, এই যে বছর তিনেক পরে হঠাৎ করে যদি তুমি আমায় দেখো,তবে তোমার মস্তিষ্ক দেরি করবে আমায় চিনতে কয়েক সেকেন্ড। তুমি অবাক চোখে তাকিয়ে থেকে হয়তো বলেই পেলবে,"এই তোমার কি হাল হয়েছে "।আমি হয়তো মুচকি হেসে এড়িয়ে যাব সবটা।মানুষ যে নিজের দুঃখ নিয়ে আলাপ পছন্দ করে না। যেই মানুষটা আঘাত দেয়, তার দেওয়া কষ্ট কি আর তাঁরে বলা যায়..!!?

إرسال تعليق (0)
أحدث أقدم