আশ্রয় খুঁজবে না আর তোমার বুক জুড়ে কবিতার পাপ শুধুই সে দিন তোমার হাতের লেগে থাকা

 একদিন এই শহরের বুকে নিখোঁজ বিজ্ঞপ্তি লেখা হবে

সেদিন তোমাকে আর কোন কবিতা শোনাবে না কোন এক কবি

সেদিন দিগন্তজোড়া মাঠে ঝিরি ঝিরি হাওয়ায়

তোমার হাত টি ধরে হাঁটবে না কেউ আর

সেদিন আর কবিতার মায়া তোমার বক্ষ জুড়ে

কাটবে না তৃপ্তির সাঁতার

সেদিন বসন্তের বিকেলে মুখোমুখি বসবে না আর দুই জোড়া চোখ

সেদিন অভিমানী প্রেমের

আশ্রয় খুঁজবে না আর তোমার বুক জুড়ে কবিতার পাপ

শুধুই সে দিন তোমার হাতের লেগে থাকা


স্বপনে দেখতে পাবে নীলাভ বিষন্নতার ছাপ।।


একদিন এই মৃত শহরের বুকে সব পাখির ঠোঁটে

দেখতে পাবে কোন এক কবির নিখোঁজের চিরকুট.....!!

রাস্তায়, বাজারে, শপিংমলে, মাঠে, ছাঁদে সবখানে

শুনতে পাবে কোন এক কবির হারিয়ে যাওয়ার সংবাদ;

অতঃপর মন খারাপ কোন এক ক্লান্ত কবির

মুখ হীন মুখ আর দেখতে পাবে না,

দেখবে কিছু শব্দের তুমুল উচ্ছ্বাসি পদধ্বনি

রেখে গেছে বাতাসে ছড়িয়ে...

আর যদি তখন কিছু স্মৃতির ধুলো জমে যায়

তোমার স্নায়ুর বারান্দায়

তখন তোমার মেঘ কালো চুল থেকে খসে পড়া

কিছু বাসি গোলাপ ছড়িয়ে দিও সেই স্মৃতির উদ্দেশ্যে...!


শুভ সকাল প্রিয় বাংলাদেশ,,,!!!

إرسال تعليق (0)
أحدث أقدم