বেশিরভাগ মেয়েরা প্রেমে পড়লে মায়ের মতো আচার আচরণ শুরু করে। ঘুম থেকে ঠিক সময়ে উঠলাম কিনা, চা ব্রেকফাস্ট খেলাম কিনা, ঠিক সময়ে অফিস পৌঁছালাম কিনা, লাঞ্চ করলাম কিনা, বাড়ি ফিরলাম কিনা! নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা ফোন কল।

 বেশিরভাগ মেয়েরা প্রেমে পড়লে মায়ের মতো আচার আচরণ শুরু করে। ঘুম থেকে ঠিক সময়ে উঠলাম কিনা, চা ব্রেকফাস্ট খেলাম কিনা, ঠিক সময়ে অফিস পৌঁছালাম কিনা, লাঞ্চ করলাম কিনা, বাড়ি ফিরলাম কিনা! নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা ফোন কল।



অন্যদিকে বেশিরভাগ ছেলেরা প্রেমে পড়লে বাবার মতো আচার আচরণ শুরু করে। রাস্তা ঠিক ভাবে পেরোলো কিনা, অফিসে কারোর খারাপ নজর পড়লো কিনা, হেলমেটের স্ট্র্যাপটা ঠিক করে আটকে দেওয়া, ট্রেনের প্রচন্ড ভিড়ে দুর্ভেদ্য দেওয়ালের মতন সামনে দাঁড়িয়ে থাকা ইত্যাদি।


এগুলো সবই হয় ভীষণ স্বতঃস্ফূর্ত ভাবে, পুরুষতন্ত্র বা নারীতন্ত্রের নিয়ম না মেনেই। ভালোবাসা আসলে আমাদের ভিতরকার মাতৃত্ব বা পিতৃত্বকে জাগিয়ে তোলে। মা বা বাবা হওয়ার অনেক আগেই...

Post a Comment (0)
Previous Post Next Post