খুব সকালে ভোরের বাতাস ঠান্ডা হলে চাদর নিও, হঠাৎ করে দূরের আকাশ নীল দেখালে ঝাপসা চোখে আদর নিও

 খুব সকালে ভোরের বাতাস ঠান্ডা হলে চাদর নিও, 

হঠাৎ করে দূরের আকাশ নীল দেখালে 

ঝাপসা চোখে আদর নিও

খুব সকালে ভোরের বাতাস ঠান্ডা হলে চাদর নিও, 

হঠাৎ করে দূরের আকাশ নীল দেখালে 

ঝাপসা চোখে আদর নিও


। 


রাত দুপুরে কান্না পেলে খবর দিও,

'কেউ না থাকুক– আমি আছি'

এই কথাটা মনে করে দুঃখগুলো কবর দিও,

সন্ধ্যা হলে বেলকনিতে শুকতারাটার খবর নিও,

জল জমা ঐ স্মৃতির নদে ঢিল পড়লে সময় নিও

শান্ত হবে খানিক পড়েই সামলে নিও,


কোলাহলে ভীড়ের ভেতর 

মানুষ থেকেও একলা হলে জেনে নিও;

দিনের শেষে ক্লান্ত বেশে ফিরবে কেবল নিজের কাছেই

কেউ না থাকুক– আমি আছি পথের পাশে। 

হালকা হলেও যেমন থাকে ভোরের শিশির দূর্বাঘাসে।


__কেউ না থাকুক, আমি আছি 


Post a Comment (0)
Previous Post Next Post