You s
বিকেলটা ছিলো অদ্ভুত রকমের নীরব। শহরের ব্যস্ততা একটুও কমেনি, কিন্তু নীলা আজ যেন সবকিছু থেকে বিচ্ছিন্ন। লাইব্রেরির কোণে বসে সে একটা বইয়ে চোখ রেখেছে, অথচ মনটা ছুটে গেছে অন্য কোথাও। হঠাৎ একজোড়া পা এসে দাঁড়াল তার সামনে। মুখ তুলে তাকাতেই চোখে পড়ল সেই চেনা মুখ—আরিয়ান।
আরিয়ান বললো,
— "তোমার চোখ দুটি অনেক সুন্দর।"
নীলার মুখ লাল হয়ে উঠল। সে নিচু গলায় বলল,
— "তুমি তো সবসময় বইয়ের গল্প নিয়ে কথা বলো, আজ হঠাৎ এই কথা কেন?"
আরিয়ান হেসে বলল,
— "আজ আমি একটা নতুন গল্প শুরু করতে চাই। যেখানে মুখ্য চরিত্র তুমি, আর তোমার চোখ আমার প্রতিদিনের প্রেরণা।"
নীলার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। জীবনের এতগুলো বছর কেটেছে, কিন্তু এমন সরল, এমন গভীর ভালোলাগা সে কখনো অনুভব করেনি।
আরিয়ান একটু এগিয়ে এসে বলল,
— "জানো, এই চোখ দুটো শুধু সুন্দর নয়, ওদের ভেতর একরকম নীরব গল্প আছে। আমি সেই গল্পটা পড়তে চাই, বাকিটা লিখতে চাই… তোমার সঙ্গে।"
সেদিন থেকে নীলা আর আরিয়ানের গল্পটা আর কখনো থেমে যায়নি। লাইব্রেরির প্রতিটি বই সাক্ষী রইল তাদের ভালোবাসার—একজোড়া চোখ দিয়ে শুরু হওয়া এক নিঃশব্দ অথচ অনন্ত কাব্যের।
