লাশটা বাড়িতেই আছে, কিন্তু ঘরে তার কোনো স্থান নাই


 লাশটা বাড়িতেই আছে, কিন্তু ঘরে তার কোনো স্থান নাই. অথচ সেই ঘর বাড়ি সম্পদ সবই তার কষ্ট করে কামাই করা টাকা দিয়ে তৈরি করা।


লাশের পাশে থাকা ভাই শুকনো জায়গাতে গিয়ে আশ্রয় নিলেও লাশটি কিন্তু বৃষ্টিতে ভিজতাছে, তবুও আমাদের কতো দাপট, কতো বাহাদুরি মানুষ মূলত একা তারপরও মানুষের কত অহংকার।🥀 ঘুম ভাঙলে সকাল না ভাঙ্গিলে পরকাল 😭😭

Post a Comment (0)
Previous Post Next Post