প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্য কিছু বলছি...

 প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্য কিছু বলছি........ ✍️✍️

বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে,দেখে নিন বিল্ডিং এর মানুষগুলো মানুষ কি না..


!একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে, না শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন🙂 মেয়ের জন্য যখন কোন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে,তখন আপনি দেখেন ছেলের বাড়ি,গাড়ি এবং ব্যাংক ব্যালেন্স ☺️অথচ এই কথাটি একটিবারের জন্য চিন্তা করেন না যে... ছেলেটি মদ খায়,না গাজা খায়, না হিরোইন খায়,নাকি ইয়াবার সাথে সম্পর্কিত।ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন! বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই মেয়েটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়।

 তাই মা-বাবা দেরকে বলতেছি টাকা পয়সা প্রকৃত সুখ না☺️ মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটা সম্পর্কে যাচাই-বাছাই করে  ছেলেটার যোগ্যতা,সততা, আদর্শ, কর্মঠ এবং ধার্মিক ওয়ালা কিনা সেটি দেখে বিয়ে দিয়েন🫰

দালান কোটা টাকা পয়সা হলেই আপনার মেয়েকে যে সুখে রাখবে বিষয়টা এরকম না...।

মনে রাখবেন,একটা কথা। মেয়েরা সুখি হয় তার স্বামীর ভালোবাসা ও কেয়ারনেন্স এ...!💝


টাকা পয়সায়  সকল সুখ পাওয়া যায় না...✌️🫰🙂


Post a Comment (0)
Previous Post Next Post