ওবায়দুল্লাহ আলেম ওলামা এবং জ্ঞানী মনীষা বলেন, ৩৬০ আউলিয়ার দেশ।


 ওবায়দুল্লাহ

আলেম ওলামা এবং জ্ঞানী মনীষা বলেন, ৩৬০ আউলিয়ার দেশ। 

আচ্ছা শাহ জালাল (রঃ) শাহ পরাণ (রঃ) ছাড়া বাকি মাজার গুলো কই? বাকি মাজার গুলো এই আছে এই দেশের আনাচেকানাচে । সেই সমস্ত মাজার গুলো দেখা শোনা করা আমাদের দ্বায়িত্ব, গাঁজার আখড়া উচ্ছেদ করে,  সেখানে মসজিদ মাদ্রাসা নির্মান করুন, বাৎসরিক কোরআনের আলোকে ওয়াজ মাহফিল আয়োজন করুন। সেই সব মাজারে এখন অবৈধ কার্যকলাপ হচ্ছে,তার হাত থেকে আল্লাহর অলিদের মাজার রক্ষা করুন। তাই বলে ৩৬০ অলি আউলিয়ার মাজার ভাঙার সাহস করবেন না, এমন অরাজকতা বন্ধ করুন। অলি আউলিয়াদের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড় দিবেন না, আল্লাহর অলিরা দুনিয়াতে তাদের কাজ শেষ করে আল্লাহ জিম্বায় আছেন, তারাই এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, তাদের অবদান আপনারা ভুলে যাবেন না, আমরা যারা দুনিয়াতে জীবিত আছি, আমাদের নেতৃত্বের ভুল সিদ্ধান্ত আর ভন্ড কমিটির  নিজ সার্থ হাসিলের জন্য গাঁজার আখড়া আর নারী পুরুষের অবাদ মেলামেশা আয়োজন করেছে। যেখানে ইমান ও আমল নষ্ট হচ্ছে, আল্লাহর সাথে শিরক,  

 হচ্ছে, যে মাজারে এগুলো হচ্ছে,সেই মাজারে অলি জিবিত থাকাকালিন এই শিরক আর ভণ্ডামি বিরুদ্ধেই ছিলো,  অথচ সে মারা যাওয়ার পরে সাধারণ মানুষ সেখানে এরকম অশালীন কার্যকলাপ শুরু করছে যা ইসলাম সমর্থন করে না,  এখন সেই মাজারে ঘুমিয়ে থাকা আল্লাহর অলি কি এগুলো বলে গেছে ,  এমন অপকর্ম করতে? তার তো এখন কোন শক্তি নেই,  সাধারণ মূর্খ মানুষের কারনে অলি আউলিয়াদের সাথে বেয়াদবি করছি,

আমাদের তো এখন মাজার কমিটির বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।  তাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।  এভাবে নিজেরা অরাজকতা সৃষ্টি করার কোন মানে হয় না, 


তারপর, ৩৬০ অলি আউলিয়ার পরবর্তী  প্রায় মাজার গুলো ভন্ডামিতে ছেয়ে গেছে, সারা দেশে ব্যাঙের ছাতার মতো ভন্ড মাজার তৈরি হয়েছে, যেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত,  গাঁজার আসর সেগুলো ভেঙে দিতে হবে,,

দেশে কোন প্রাকৃতিক  দুর্যোগ হলে,আমরা এখনো নির্ভয়ে থাকি, আর বলি, ৩৬০ আউলিয়ার দেশ,  আল্লাহ পাক আমাদের এমন মছিবত থেকে রক্ষা করবেন, বিশ্বাস করেন, প্রতিবছর দক্ষিণ সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড় হওয়ার কথা থাকে কিন্তু সেগুলো সব সময় সমুদ্রের উপর দিয়ে অন্য দিকে চলে যায়, এটা কেন হয় জানি না, আল্লাহ পাক রক্ষা করেন এটা সত্যি,মনে রাখবেন আল্লাহ অলি আউলিয়ার অছিলা আছে,আমাদের মুরুব্বিদের বলতে শুনতাম তারা বলতো ভয়ের কিছু নেই ৩৬০ আউলিয়ার দেশ।

إرسال تعليق (0)
أحدث أقدم