বন্ধুর বিয়েতে গেছিলাম। হঠাৎ করে একটা পরিচিত মানুষের কন্ঠ শুনলাম। পেছনে ফিরতেই বল্লো এখন আর রোমান্টিক গল্প লিখো না।
এত Sad Story কেনো লিখো?আমি কিছু বল্লাম না। জাস্ট তাকিয়ে থাকলাম আরিশার দিকে।
-আরিশা আমার ভালোবাসর রাজকন্যা। সামান্য ভুল বোঝাবুঝিতে আমাকে ছেড়ে নতুন একজনে বিয়ে করছে এই ২ বছর।২ বছর পর দেখা হলো। আরিশা বল্লো তুমি আগের মতেই চিকনা আছো। আর হে তোমার গল্প গুলা রোজ পড়ি। এখন আর আগের মতো রোমান্টিক গল্প লিখো না সব গুলো কষ্টের গল্প কেনো??
আমি বল্লাম এমনি আমার ভালো লাগে তাই লিখি।
মাহফুজ তোমাকে আমি খুব ভালো করেই চিনি।আমার কষ্ট গুলা এখনো ভুলতে পারোনাই তাই না। সেই জন্য গল্পের মাধ্যমে আমার দেওয়া কষ্ট গুলো ভুলতে চাও তাই না।
মাহফুজ : না! আমার ডাইরিতে রোমান্টিক নামে কোনো শব্দ নাই তাই লিখি নাই। যাইহোক কেমন আছো?
আরিশা : ভালো আছি(চোখের কনে পানি চলে আসলো)
তুমি কেমন আছো?
মাহফুজ : আলহামদুলিল্লাহ। এখানে আর তোমার জামাই আসেনাই?
আরিশা: না।
মাহফুজ : কেনো?
আরিশা : এমনি। যাইহোক তোমার স্ত্রী কে দেখছি না?
আমি একটু মুচকি হাসলাম।
আরিশা: হাসতেছো কেনো? কোথায় তোমার স্ত্রী?
মাহফুজ : যানিনা।
আরিশা: এখনো বিয়ে করো নাই।
মাহফুজ : না।
আরিশা : আমাকে এখনো ভালোবাসো?
মাহফুজ : যানিনা।
আরিশা : ওহ। আসলে আমারি ভুল ছিলো। আমি ভাবছিলাম রিয়ার সাথে তোমার রিলেশন ছিলো। কিন্তু পরবর্তী যানতে পারি আমার ধারণা ভুল ছিলো। রিয়ার বাসায় তুমি গেছিলে কারণ তোমার বাসার মালিকের মেয়ে ছিলো। তোমার বাসা ভাড়ার টাকা দিতে গেছিলে।তুমি আমাকে অনেকবার বোঝায়ছিলে কিন্তু আমি বুঝিনাই। সরি আমাকে মাপ করে দিও।
মাহফুজ : আমি মাপ করার কেউ না।বাদ দাও তোমার জামাই কি করে?
আরিশা: সরকারি চাকরি করে।
মাহফুজ : ভালো
মেয়েটা বল্লো তুমি নিজের খেয়াল রেখো আর আমাকে মাপ করে দিও। আমি জাস্ট একটু মুচকি হাসি দিলাম। আরিশা চলে যেতে লাগলো। আমি এতসময় হাসতেছিলাম কিন্তু সব ছিলে মিথ্যা হাসি। আরিশাকে অনেক অনেক ভালোবাসতাম। হঠাৎ করে আরিশা কিছুদূর যেতেই পিছনে ফিরে আমার দিকে এসে জড়িয়ে ধরে কান্না করে বল্লো মাহফুজ এখনো ভালোবাসি৷ কিন্তু ভুল তো একবার করে ফেলছি। আমাকে মাপ করে দিও। তার পর আরিশা চলে গেলো আর পিছন ফিরে তাকালো না। আমার চোখ দিয়ে বন্য হচ্ছে কিন্তু মুখ দিয়া সাউন্ড হচ্ছে না। জাস্ট বোবা নদীর মতো পানিতে ফেসে যাচ্ছি।
আমি যানিনা আমি আরিশাকে মাপ করতে পারবো কি না। শুধু এইটুকুয় বলবো
সবাই দুঃখ দিলে তোমারে বলিতাম, তুমি দুঃখ দিলে কাহারে বলিবো? 😅
গল্প: ভালোবাসা