শেষ বারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম, অভিযোগ অভিমান ভুলে। নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম। আজকাল কারো কথাই তেমন গায়ে মাখা হয় না,কেউ বকলেও কিছু বলার ইচ্ছে করে না, অপমান অবহেলা উপেক্ষা কোন কিছু নিয়ে তেমন মাথা ব্যথা নেই।
বেঁচে থাকতে হয় তাই বেঁচে আছি,হাসতে হয় হাসি,চুপ থাকতে হয় বলেই চুপ করে থাকি। খুব বেশি কষ্ট হলে অঝোরে চোখের পানিতে বুক ভাসাই। তবুও কারো দুয়ারে যাই না স্বান্তনার বাণী শুনতে।
নিজের ভেতর নিজের বসবাস গড়ে তুলেছি,হাসতে হলে একাই হাসি কাঁদতে হলেও একাই কাঁদি। তবুও অন্য কাউকে সুযোগ দেই না আমাকে কাঁদানোর।
কান্না লুকিয়ে বাঁচতে শিখেছি সেদিন, কিছু মানুষ কান্নাকে অস্ত্র বানিয়ে আঘাত করেছিলো যেদিন।