কলেজের 'খারপ ছেলেটার প্রেমে পরছিলাম। যার কারনে সবাই আমাকে পাগল ভাবতো।

 -কলেজের 'খারপ ছেলেটার প্রেমে পরছিলাম। যার কারনে সবাই আমাকে পাগল ভাবতো।


-আজ থেকে ৫ বছর আগে ' হঠাৎ তাকে বলে উঠি আমি আপনাকে ভালোবাসি।



-আমার সম্পর্কে জানো। 


-তোমার সম্পর্কে আমার কোন জানার ইচ্ছে নাই। আমি তোমাকে বিয়ে করতে চাই 


-আমি একটি খারাপ ছেলে! মেয়েদের ডিস্টাপ করি! কোন কাজ কর্মও করিনা।


-তবুও তোমাকে আমার চাই।


-কিন্তু। 


-কোন কিন্তু না। আমি তোমাকে যা বলছি তাই হবে। নাকি আমাকে পছন্দ হয়নি তোমার। 


-তোমার মতো এতো সুন্দরী মেয়েকে পছন্দ হবেনা এইটা কোন কথা বললে তুমি। 


-ঠিক আছে তোমার বাসা থেকে আমার বাসায় লোক পাঠাও বিয়ের সমন্ধে। 


-ঠিক আছে? 


'তো এর পরে হাসিব বাসায় এসে উশার বাসায় বিয়ের জন্যে প্রস্তাব পাঠালে উশার বাড়ির কেউ রাজি হয়না। বরং অপোমান করে পাঠিয়ে দেয়'


'এই সব দেখে উশা বাবা মায়ের কথা অমান‍্য করে হাসিবের সঙ্গে বাসা থেকে বেরিয়ে যায়। এবং দুজন দুজনে বিয়ে করে নেয়। 


'এর শুরু হয় নতুন একটি অধ‍্যায়' 


-উশা পরাশুনায় অনেক ভালো ছিলো! তাই হাসিব উশাকে বলে '


-শোন উশা তুমি পরাশুনায় অনেক ভালো। তুমি পরাশোনা করো। আমি ব‍্যবসা করি। 


-কিন্তু! 


-কোন কিন্তু নেই তোমাকে পরাশুনা করে বর হতে হবে। 


-ঠিক আছে তুমি যা চাও তাই হবে। 


'এর পরে উশা পরাশুনা শুরু করে দেয়, এই দিকে উশার পরাশুনা যাতে সমস্যা না হয় এই কারনে হাসিব নিজেই ভাত রান্না করতো, উঠান ঝারু দিতো। থালা বাসন ধুইতো? 

'যা দেখে সবাই বলতো এই মেয়ের জন্যে হাসিব কতো কিছু করতেছে বোকার মতো। এই মেয়ে একদিন ছেরে যাবে হাসিব কে। 


'এই সব কথায় আবার উশা বা হাসিব কেউ পাত্তা দিতোনা। তারা নিজের মতো থাকতো। 


-এই ভাবে দেখতে দেখতে ৫ বছর হয়ে গেলো। উশা এখন ডাক্তার এবং হাসিব একজন ব‍্যবসায়ি। 

-তাদের মধ‍্যে নেই কোন অহংকার, আছে শুধুমাত্র ভালোবাসা। 


"আজ উশার পরিবারের সবাই হাসিব কে মেনে নিয়েছে! তারা বেশ সুখেই আছে। 


"আসলেই একটি মেয়ে চাইলে একটি ছেলেকে পরিবর্তন করতে পারে' একটি ছেলে চাইলেও একটি মেয়েকে প্রতিষ্টিত করতে পারে।


অনুগল্প : সুন্দর_স্বামি

Post a Comment (0)
Previous Post Next Post