⚫____"ফেসবুকে এত এত দ্বীনদার বাস্তবে কোথায়...❓❓❓
⚫__ "যে ছেলেটা মেয়েদের ইনবক্সে মেসেজ রিকুয়েষ্ট পাঠায় লিভিং ট্যুর এর জন্য।
সেই ছেলেটাই আইডি'তে পোস্ট করে জিনার ভয়াবহতা সম্পর্কে।
⚫__ "যে ছেলেটা মেয়েদের হারাম রিলেশনের প্রস্তাব দেয়,,সেই ছেলেটা তার আইডিতে পোস্ট করে হালাল সব সময় সুন্দর হয়।
⚫__ "যে মেয়ে'টা কখনো বোরকা পড়ে না,
বয়ফ্রেন্ড এর হাত ধরে ঘুরে বেড়ায়,তার আইডিতে ফাতিমা (রাঃ) এর গায়রোতবোধের পোস্ট।
⚫__ "যে ছেলে পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না,সে পোস্ট করে তাহাজ্জুদের মধুরতা নিয়ে।
⚫__ "যে মেয়েটা স্বামীর হক আদায় করে না,সে মেয়েটা ফেসবুকে এসে হকের দাওয়াত দিচ্ছে।
⚫__ "যে ছেলেটা মেয়েদের দেখলে হা' করে তাকিয়ে থাকে সে ফেসবুকে এসে দৃষ্টি সংযত'
করার ওয়াজ করছে।
⚫__ "ফেসবুক একটা ফিতনার জায়গা। এখানে দ্বীনদার চেনা খুবই কঠিন। দ্বীনি ভাই ও বোনেরা' ফেসবুকে দ্বীনদারীতা দেখে গলে যাবেন না!! সতর্কতা অবলম্বন করুন।