*** মীমকে পটাতে গেছিলাম ***
ফেইসবুকে মীমকে পটাতে গেছিলাম। তারপর যেটা হলো
আমি:- হাই, মীম।
মীম:- হ্যালো।
আমি:- কেমন আছো..?
মীম:- ভালো, আপনি?
আমি:- জ্বী, ভালো। কি করেন?
মীম:- শুয়ে আছি। আপনি কি করেন?
আমি:- আমিও শুয়ে আছি। আচ্ছা আপনি কোন class এ পড়েন?
মীম:- class 9
আমি:- bf আছে?
মীম:- নাহ
আমি:- আমার বাপের অনেক টাকা বুঝছো?
মীম:- ওহ।
আমি:- টাকায় আমার ছিনিমিনি করে।
মীম:- ওহ, আচ্ছা।
আমি:- ২ টা বাইক আর ২ টা Dslr ও আছে।
মীম:- omg তাই নাকি?
আমি:- হ্যা। রিলেশন করবা?
মীম:- আসলে আমার এত বড়লোক ছেলে পছন্দ না।
আমি:- তো কেমন ছেলে পছন্দ?
মীম:- কবিতা পারেন? আমার কবি টাইপের ছেলে পছন্দ।
আমি:- আরে, কবি রিপন ভিডিও আমার খালাতো ভাই। আর আমি কবিতা পারবো না?
মীম:- সত্যি?
আমি:- হ্যাঁ।
মীম:- তাহলে একটা কবিতা বলে propose করেন দেখি।
আমি:- ওকে।
মীম:- বলেন।
আমি:- বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারারাত।
মীম:- ওয়াও nice.আরেকটা বলেন দেখি।
আমি:- মীম ডিম আন্ডা
কলের পানি ঠান্ডা, চুলার পানি গরম মীমের নাই শরম। কাউয়া পারছে ডিম আই লাভ ইউ মীম
মীম:- আর কোনো দিন মেসেজ দিবি না।
আমার ভুলটা কি,, ও কবিতা বলে purpose করতে বলছে তাই তো করলাম 🙄🤔🙄
~ _ 🥀