বিয়ের দুই বছর পর স্বামী যখন ডিভোর্স লেটার পাঠালো তখন দু"ধের বাচ্চাটাকে নিয়ে চরম বিপাকে পড়লাম।

 বিয়ের দুই বছর পর স্বামী যখন ডিভোর্স লেটার পাঠালো তখন দু"ধের বাচ্চাটাকে নিয়ে চরম বিপাকে পড়লাম।

বিয়ের দুই বছর পর স্বামী যখন ডিভোর্স লেটার পাঠালো তখন দু"ধের বাচ্চাটাকে নিয়ে চরম বিপাকে পড়লাম।


স্বামী পাড়ি জমালো বিদেশে।বাবা-মা ব্যস্ত হয়ে পড়লেন আমার আবার বিয়ে দেওয়া জন্য।নিষ্পাপ ছেলেটার মুখের দিকে তাকিয়ে সে সাহস আর হয়ে উঠলো না।মা উঠতে বসতে সবসময় বলতে লাগলো 


" তোর বয়স অল্প,বিয়ে করতে সমস্যা কোথায়?তোর ভবিষ্যৎ কি? "


" আমার সন্তান'ই আমার ভবিষ্যৎ মা "


" সন্তান তো আলাদা করছি না।সন্তানসহ মেনে নিবে এমন একটা ছেলের সাথেই তোর আবার বিয়ে দিবো।বাবা-মা হয়ে তোর ভবিষ্যৎ ঠিক করার অধিকার নাই আমাদের? "


মৃদু হেসে বললাম " মা তুমি হয়তো ভুলে গেছো, বিয়েটা তোমাদের পছন্দেই করেছিলাম "


মা ব্যথিত হয়ে বললো " আমরা বুঝতে পারিনি রে মা, ছেলেটাকে ভালোই ভেবেছিলাম "


বু"কে চাপা কষ্ট নিয়েও উত্তরে শুধু মুচকি হাসলাম।মা আমার কপালে হাত বুলিয়ে বললো 


" জেদ করিস না রে মা।আমরা তো সারাজীবন থাকবো না।তোর কি হবে? "


বাবা-মা এসব নিয়ে প্রতিদিন জোরাজোরি করে।কাঁ"টা তার পেড়িয়ে শত সংগ্রাম করে সমাজের মানুষের কথায় তীরবিদ্ধ হয়েও ছেলেকে বড় করলাম।পড়ালাম সেরা কলেজে।


গতকাল অ্যামেরিকা থেকে স্বামী গ্রীনকার্ড পাঠিয়েছেন।ছেলে মহাখুশি,বাবার সাথে অ্যামেরিকায় থাকবে,উজ্জ্বল ভবিষ্যৎ।মুহুর্তেই ভুলে গেলো এতো বছরে আমার করা সব ত্যাগ তিতিক্ষার কথা!সংগ্রাম করে বেঁচে থাকার কথা! 


ছেলেকে এসব নিয়ে কিছু বললাম না।যতোই হোক মা তো,ছেলের ক্যারিয়ার সুন্দর হবে ভেবে তৃপ্তিতে মন ভরে গেলো।হাসিমুখে এয়ারপোর্ট অব্ধি ছেলেকে পৌঁছে দিলাম।


ইজি চেয়ারে মা বসে আছেন।ঘরে ঢুকতেই মা বললো


" ছেলে চলে গেলো? "


" হু "


" মনে আছে? তখন বলেছিলি ছেলেই তোর ভবিষ্যৎ।ছেলে তোর এই ভবিষ্যৎ করে দিলো? "


" তাতে কি,ও ভালো থাকবে এই তো অনেক "


গল্প #আক্ষেপ

লেখক #জয়ন্ত_কুমার_জয়



নতুন নতুন সব গল্প পেতে এখনি ফলো করুন👉

Post a Comment (0)
Previous Post Next Post