আপনি কি জীবনের সত্যিকারের ভালবাসা চান? যাকে ভালোবাসবেন তাকে বিয়ে করতে চান?

 ভালোবাসার মানুষ চাই❤️❤️

আপনি কি জীবনের সত্যিকারের ভালবাসা চান?

যাকে ভালোবাসবেন তাকে বিয়ে করতে চান?


জীবনে একজনকে মনের মত করে ভালোবাসতে চান? 

যাকে ভালোবাসবেন সেশুধু আপনাকেই ভালোবাসবে আপনার জন্য সবকিছু করবে আপনার কথা শুনবে আপনাকে কখনো কষ্ট দেবে না,,আপনাকে ঠকাবে না, এমন কাউকে কি জীবনের চান?

তাহলে আমার লেখাগুলো পড়েন তারপর যদি আমার কথা বিশ্বাস হয় তাহলে আমাকে ম্যাছেজ দিয়েন।

আমার জীবনে কোন মেয়ে নাই।আমি ছোট থেকে মেয়েদের সাথে কথা বলিনা অভ্যাস নাই ছোট থেকে মেয়েদের সাথে চলা কথা বলা হয়নি।আমার কোন বান্ধবী নাই। এক কথায় আমার জীবনে কোন মেয়ে নাই।আমি কখন কোন মেয়ের দিকে ভালোভাবে তাকাইনি।কোনদিন কথা বলার চেষ্টা করেনি আমি আমার মত চলি। কিন্তু আমার বন্ধুরা সম্পর্ক করে আমি করিনা মেয়েদের সাথে কথ বলিনা তার জন্য আমাকে ওরা পচায় এরকি করে।তারপর আমি ভাবলাম আমি তো মেয়েদের সাথে কথা বলিনা তো জীবনে একজন তো দরকার যে সবসময় আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবেন কিন্তু আমি হাজারটা মেয়ের সাথে কথা বলতে চাইনা একটা মেয়ের সাথে কথা বলতে চাই একজনের সঙ্গে সম্পর্ক করতে চাই তাকেই বিয়ে করতে চাই কিন্তু কিভাবে সম্পর্ক করবো ভেবে পাচ্ছিলাম না কারন সম্পর্ক করতে হলে কোন মেয়েকে বলতে হবে তো আমি সামনা সামনি কোন মেয়েকে বলতে পরবো না তাই ফেসবুকে আমার মনের কথা লিখে দিলাম কোন মেয়ে যদি সিঙ্গেল থাকে তাহলে ভেবে দেখবেন।তাই এই লেখা।আমি কোনদিন কোন মেয়ের সাথে সম্পর্ক করিনি কাউকে ভালোবাসেনি তো জীবনে যার সাথে সম্পর্ক করবো যাকে ভালোবাসবো তাকে বিয়ে করবো।তার সুখের জন্য সবকিছুই করবো।আমি জীবনে ফাস্ট যাকে ভালোবাসবো তাকে জীবনের শেষ দিন পযন্ত ভালোবাসবো তার পাশে তাকবো কখন কষ্ট দেবনা কখনো ঠকাবো না।

আমি কিছুই চাইনা শুধু একটা মন চাই যে মনে শুধু আমি থাকবো আর কেউ না।আমি ফাস্ট  কাউকে ভালোবেসে ঠকতে চাইনা তাই যে সত্যি মনথেকে সম্পর্ক করবেন ভালোবাসতে পারবেন সে আমাকে ম্যাছেজ দিবেন।

Post a Comment (0)
Previous Post Next Post