ঠিক তখনি আব্বু এসে গম্ভির ভাবে বললো।
---রাবেয়া ওদেরকে বলো নিচে গাড়ি দাঁড়িয়ে আছে ওরা যেন আজকেই এই বাড়ি এবং এই শহর ছেড়ে চলে যায়। আর তোমার ছেলেকে বলে দাও জীবনে বেঁচে থাকতে ভুল করেও যেন এ বাড়ির দিকে পা না বাড়ায়। আজ থেকে ও আমাদের জন্য মরে গেছে। আর ওকে এটাও বলে দাও। ওর ভাগের সব কিছু ওর নামে লিখে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতেও সম্পত্তির ভাগের জন্যে এই বাড়িতে না আসে। (আব্বু)
--আম্মু আব্বু এসব কি বলছে। আমি তোমাদের ছেড়ে কোথায় যাবো। (আমি)
---চুপ বেয়াদব একদম চুপ বের হয়ে যা এখান থেকে।আর একটা কথা শুনে যা তুই যেহেতু এই মেয়েটার জীবন শেষ করে দিয়েছিস। তখন তোকেই ওর জীবনটা আবার সাজিয়ে দিতে হবে। যদি কখনো কোনদিন আমি শুনি তোর কারনে এ মেয়েটার কোন ক্ষতি হয়েছে তবে মনে রাখবি তোর কাছে আমরা সে দিন থেকে মৃত।(আম্মু)
--আ আম্মু…………………
---রিয়া ওকে বের হয়ে যেতে বল। ও যদি বের না হয় তাহলে ওকে আমার মরা মুখ দেখতে হবে। (আম্মু)
আম্মুর কথা শুনে বুকটা কেপে উঠলো। আমি মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে আসি। কারন ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আসার সময় মিরার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়লেও। ওর ঠোটের ফাকে একটা হাসি ফুটে উঠলো। যাই হোক তারপর আমি গাড়িতে উঠে পড়ি। মিরাও আমার পিছন পিছন এসে গাড়িতে উঠে। তারপর ও ড্রাইভার কে কি যেন বললো। আর ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। কিন্তু আমার সেদিকে কোন খেয়াল নেই। আমি বাড়ির দিকে একনজরে তাকিয়ে আছি। বাড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবতে লাগলাম পুরানো কথা গুলো।
ভাইয়া আর মিরা ভাবি এক সাথেই ডাক্তারি পড়তো।তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বও ছিলে। কিন্তু কেউ কাউকে ভালোবাসতো না। ভাইয়া যে হাসপাতালে কাজ করতো সেখানকার এক নার্সকে পছন্দ করতো ভাইয়া ।কিন্তু বড় আব্বার তাকে পছন্দ না। যেহেতু মিরা ভাইয়ার সাথে পড়তো। সেই সুত্রে গত ১ মাস আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে মিরা। আর তখন বড় আব্বার তাকে খুব পছন্দ হয়। তারপর মিরা আপুর বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের কথাবার্তা ঠিক করে। তারপর কি হলো তা আপনারা তো দেখতেই পেলেন।
---এই কি হলো কি এত ভাবছো নেমে পড়ো। আমরা এসে পড়েছি। (মিরা)
--অহ্
আমি কিছু না বলে মিরার পিছু পিছু একটা বাড়িতে যায়। আর গিয়েই সোফায় বসে পড়ি। মিরা ব্যাগ থেকে কাপর বের করে বাথরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য।আর বাথরুম থেকে বের হয়ে যা বললো তাতে আমি চমকে উঠি। কারন মিরা বললো যে...……………
---এই কুত্তার বাচ্চা এখানে বসে তুই কি করছিস হু। যা ফ্রেস হয়ে আয়। (মিরা)
--ভাবি তুমি আমাকে খারাপ ক